২ মিনিটে সবচেয়ে সহজ ও মজার চিকেন ফ্রাই রেসিপি | Quick Boneless Chicken Fry (Kids Special)

আসসালামু আলাইকুম। মাত্র ২ মিনিটে সহজ ও অসম্ভব মজার চিকেন ফ্রাই তৈরি করে বাচ্চার টিফিনে বা বিকেলের নাস্তায় দিতে পারেন। এত সহজে এতটা মজার চিকেন ফ্রাই তৈরি করা যায় না বানালে বুঝতেই পারবেন না।


 উপকরণ:

হাড় ছাড়া মুরগির মাংস -৪০০ গ্রাম। 

মরিচের গুড়া -১/২ চা চামচ। 

জিরা গুঁড়া-১/২ চা চামচ 

গরম মশলা গুঁড়া -১/২ চা চামচ 

গোল মরিচের গুড়া -১/৪ চা চামচ 

লবন-১/৪ চা চামচ বা স্বাদমতো 

সয়া সস-১ চা চামচ 

ময়দা-১/২ টেবিল চামচ 

কর্নফ্লাওয়ার -১/২ টেবিল চামচ 

মিক্স হার্বস -১/৪ চা চামচ 

লেবুর রস-১ চা চামচ 

তৈল- ভাজার জন্য 

 


Comments