মাত্র ৫ মিনিটে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি || Instant Mawa Recipe bangla || khoya recipe
মিষ্টি বা মিষ্টি জাতিয় খাবার বানাতে মাওয়ার প্রয়োজন হয়। কিন্তু মাওয়া
হাতের কাছে পাওয়াও যায় না। চাইলে খুব সহজে মাওয়া বাসায় বানিয়ে ফেলা যায়।
মাওয়া থাকলে দোকানের মত বাসায়ও মিষ্টি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায়।
আর মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিলে মিষ্টির সোন্দর্য বহুগুনে বেড়ে যায়।
উপকরণ :
ঘি- ২ টেবিল চামচ।
তরল দুধ-১/২ কাপ।
গুঁড়ো দুধ-১ কাপ।
উপকরণ :
ঘি- ২ টেবিল চামচ।
তরল দুধ-১/২ কাপ।
গুঁড়ো দুধ-১ কাপ।
Comments
Post a Comment